কারো না কারো জীবনের সাথে মিলে যাবে কথাগুলো

“যার বিয়ে হয়নি সে চিন্তায় আছে /

যার বিয়ে হয়ে গেছে সে বুক চাপড়াচ্ছে , মাথা ঠুকছে।

যার বাচ্চা হয়নি সে ঘুরচে সাধু সন্নাসীদের সৎসঙ্গে বাচ্চা পাওয়ার আশায় /

আর যাদের বাচ্চা আছে তারা ভাবছে কি করে এদের থেকে মুক্তি পাওয়া যায়।

কি উপদ্রব চলে এল জীবনে !

তোমার কাছে কিছু থাকলে ও তুমি কাঁদছো , তোমার কাছে কিছু না থকলে ও তুমি কাঁদছো । “