গরম পানিতে বিপদ

শীতকালে বাতাসের চেয়ে পানি থাকে অনেক বেশি ঠান্ডা। ওযু, গোসল কিংবা অন্যান্য পানির ব্যবহারে আমাদের গরম পানির দরকার হয় প্রায়ই।
কিন্তু গরম পানির ব্যবস্থা করতে গিয়ে বিপদ হয় অনেক সময়। ছোট বাচ্চাটা গরম পানির বালতিতে পড়ে পুড়ে গেছে এমন খবর চেনা-জানা মহলেই পাবেন।
আর পত্রিকাতে এসেছে এলেকট্রিক হিটার বালতিতে পানিকে বিদ্যুতায়িত করেছে – সেই পানি স্পর্শ করে মারা গেছেন স্বামী-স্ত্রী।
সুতরাং গরম পানির ক্ষেত্রে কিছু সতর্কতা –

১/ আগে বালতিতে ঠান্ডা পানি নিন – এর পরে গরম পানি মেশান।

২/ বাসায় ছোট বাচ্চা থাকলে গরম পানির হাড়ি বহনের সময় বার বার মুখে বলতে থাকুন গরম পানি, গরম পানি।

৩/ অবশ্যই এলেকট্রিক হিটার ব্যবহারের সময় বাচ্চাদের পানির কাছে যেতে দেবেন না, নিজেরাও পানি স্পর্শ করবেন না। আগে হিটারের সুইচ বন্ধ করুন – তারপর পানি ধরুন।

৪/ গীজার থাকলে গরম পানি ছেড়ে বাচ্চাদের একা রেখে যাবেন না – আগে নিজে হাত দিয়ে পানি কতটা সহনশীল সেটা দেখে তারপর বাচ্চাকে গোসল করতে দিন।

দহন যন্ত্রণা একজন মানুষের জীবিত থাকা অবস্থায় সবচেয়ে কষ্টকর অভিজ্ঞতা। তাই গরম পানির সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন।

পরিশেষে সকাল সন্ধ্যার দু’আ নিয়মিত পড়ি এবং নিজেদের এবং পরিবারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার কাছে আফিয়াত বা নিরাপত্তা কামনা করি।