জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট
var x, y, z; // Statement 1
x = 5; // Statement 2
y = 6; // Statement 3
z = x + y; // Statement 4
জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট ভ্যেলু , অপারেটরস , এক্সপ্রেশন , কি-ওর্য়াড এবং কমেন্টস এর সমন্বয়ে গঠিত হয়। যেমনঃ
document.getElementById("demo").innerHTML = "Hello Dolly.";
উপরের স্টেটমেন্ট এর দ্বারা ব্রাউসার এ Hello Dolly কথাটি লিখতে বলা হয় এইচটিএমএল এলিমেন্ট এর ভিতরে যার আইডি হচ্ছে demo।
জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম স্টেটমেন্ট এর সমন্বয়ে গঠিত এবং স্টেটমেন্ট সমূহ একটি একটি করে এক্সিকিউট হয়।
জাভাস্ক্রিপ্ট এ সেমিকোলন এর ব্যবহার
জাভাস্ক্রিপ্ট এর স্টেটমেন্ট সমূহকে আলাদা করতে সেমিকোলন ( ; ) ব্যবহার করা হয়।
var a, b, c; // Declare 3 variables
a = 5; // Assign the value 5 to a
b = 6; // Assign the value 6 to b
c = a + b; // Assign the sum of a and b to c
সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট আলাদা করে অনেকগুলো স্টেটমেন্ট কে একটি সিংগেল লাইনে লেখা যায় । যেমনঃ
a = 5; b = 6; c = a + b;