ওয়াটার ট্যাংক এর সাইজ ও ডাইমেনসন নির্নয়

ওয়াটার ট্যাংক এর সাইজ ও ডাইমেনসন নির্নয়
#important
———————————————————————————————————-
রেসিডেনশিয়াল বিল্ডিং এর জন্যে কিভাবে ওয়াটার ট্যাংক এর সাইজ ও আকার নির্নয় করবেন ??
সহজ সমাধান –
প্রয়জনয়ীয় পানির পরিমান নির্নয় :
ধরা হয় , একজন মানুষের ব্যাবহারের জন্যে প্রতিদিন ১৩৫ লিটার পানি প্রয়োজন
পান করার জন্যে – ৫ লিটার
রান্নার জন্যে – ৫ লিটার
গোসল ও টয়েলেট – ৮৫ লিটার
ধোয়া ও পরিষ্কার করার জন্যে – ৩০ লিটার
ঘর পরিষ্কার – ১০ লিটার
ট্যাংক এর সাইজ নির্নয় :
—————————————————
এখানে ৪ জনের পরিবার এর জন্যে প্রয়জনীয় ক্যালকুলেশন দেওয়া হল –
মোট প্রয়জনীয় পানি = ১৩৫ x ৪ = ৫৪০ লিটার
ধরি ,
ওয়াটার ট্যানক এর গভীরতা = ০.৬ মিটার
এখন , আমরা জানি
1 m3 = 1000 litres
1 litre = 0.001 m3
মোট প্রয়জনীয় পানি = 540 litres
∴ 540 litres = 0.54 m3
এখন
∴ ট্যাংক এর এরিয়া = 0.54/0.6 = 0.9 m2
=> এরিয়া = L x B = 0.9 m2
=> 2B x B = 0.9 m2 ( এখন ধরি ,L = 2B )
=> 2B = 0.45
=> B = 0.67
∴ L = 2 x 0.67 = 1.34 m
সুতরাং ৫৪০ লিটার পানির জন্যে প্রয়জনীয় ট্যাংক এর সাইজ
লেন্থ = 1.34 m
উইডথ = 0.67 m
ডেপথ = 0.6 m