উদোক্তা বা ফ্রিল্যান্সের জীবন কথা !
উদোক্তা বা ফ্রিল্যান্সের জীবন কথা !প্লান বি মানে কি ? প্লান বি টা অনেকে বিকল্প পথ হিসাবে চিন্তা করে ।ধরেই নেওয়া হয় সফল হতে না পারলে অন্য রাস্তা দিয়ে যাব বা অন্য পথে হাঁটবো .আপনি সফল হতে পারবেন না কেনো ?জীবনের অনেক সময় সফলতা আসে আবার কোন কারনে সফলতায় বাঁধা আসে । সেটা পারিবারিক কারনে বা দেশের পরিস্থিতির কারনে বা প্রাকৃতিক কারনে বাঁধা আসতে পারে কিন্তু বড় সমস্যা হয় মানুসিক কারনে তাও সেটা আবার অনেক সময় নিজের পরিবার থেকেই তৈরী হয় .তাহলে পরিবার থেকে তৈরী হয় সমস্যা .কেনো পরিবার থেকে তৈরী হয় ?আমাদের দেশে বেশীর ভাগ পরিবারই একজনের উপর নির্ভরশীল মানে একজন বিদেশে থাকলে বাকিরা দেশে আয়েশে জীবন যাপন করে আবার দেশে একজন বড় চাকুরী করলে বা বড় ইনকাম করলে পরিবারের সবাই বাবুর মত চলতে থাকে বা অহংকার নিয়ে চলা শুরু করে । কোন দিন চিন্তা করে না যদি বিদেশ থেকে চলে আসে তাহলে কি করে খাবে বা চলবে , তার টাকা কেনো নষ্ট করলাম আবার যদি কোনদিন চাকুরীতে সমস্যা হয় বা ব্যবসায় লস হয় তাহলে কিভাবে চলবে ? তখন এই পরিবার কি করে হয় তাকে অপমান করা শুরু করে না হয় দুরে চলে যায় একা করে . সেই সময়েই আসল বাস্তবতা তৈরী হয় আবার অনেকেই ভালো পজিশনের জন্য বিলাসী জীবন যাপন করে । এক ধরনের অহংকার চলে আসে । মনে করে এমন ইনকাম সারা জীবনই থাকবে . তাঁরাই জীবনে ভুল করে ।আপনার দরকার সাইকেল আপনি কিনেন মোটর সাইকেল . এখানে লক্ষ টাকা লস দিলেন সব সময় বাহিরে চা পান করতেন এখন কফি পান না করলে কাজে মজা পান না । নিজের পিছনের জীবনটা কখনো চিন্তা করেন না আগে ১০০ টাকার গেন্জি গায়ে দিয়ে কোডিং করতেন এখন ১২০০ টাকার ট্রি-সার্ট লাগে গার্লফ্রেন্ডের জন্য গিফটের শেষ নাই । একবার কি গার্লফ্রেন্ড বলছে টাকা রেখে দাও বা জমা করে পরে কাজে লাগবে ?এই ভাবেই বছরে ৩ বা ৪ লক্ষ টাকা নষ্ট করি যা না করলেও আমাদের চলতো .. ৫ বছরে ১৫ লক্ষ টাকা আপনি জমাতে পারতেন ..একবার চিন্তা করে দেখেন ??আর বউ ??? কোনদিন কি জানতে চেয়েছেন আপনার বউ আপনার কাজকে সম্মান করে কিনা ? কোন দিন কি সে বলছে টাকা জমা রাখো ?এতো টাকা খরচ করা লাগবে না ?যে বউ তার বাপের বা মায়ের কথা শুনে নিজের স্বামীকে অবহেলা করে তার মানে বুঝতে হবে ডালমে কুচ কালা হে . আগে নিজের পজিশন তৈরী করেন তারপর যাকে মনে চায় তাকেই সাহায্য সহযোগিতা করতে পারবেন .সেই জন্য ধর্মীয় নিয়ম মেনে বিয়ে করা ভালো .. বিয়ের জন্য যে সব গুনাবলী থাকা দরকার বা ধর্মে যা বলে দিছে তা চেক করেন … চাকচিক্য দেখে বিয়ে করা টা ঠিক না এই সমস্যা টা বেশী শুধু ফ্রিল্যান্সাদের জন্য কারন এটাকে যারা ফুলটাইম ইনকাম মনে করে তাদেরই সমস্যা এটা হলো পার্টটাইম ইনকাম তবে আপনি পার্টটাইমকে ফুটটাইম বা স্থায়ী ইনকামে তৈরী করে নিতে পারেন .. চার পাঁচ জনের একটা টিম করে কাজ করবেন এবং এটা ছোট কোম্পানি তৈরী করবেন বা উদ্যোক্তা হবেন । পাঁচ জনের সব কালেইন্ট এই কোম্পানীর মাধ্যমে কাজ করতে বলবেন .. সততা , সাহস ও এক সাথে কাজ করার ইচ্ছে থাকলে এটাই আপনাদের বড় ইনকামে রাস্তা তৈরী হবে .. আবার অনেকে হারিয়ে যায় সঠিক প্লানের জন্য . আর একা একা করতে পারবেন না .
নিজেকে পরিবর্তন করবেন না । আপনি যেমন ছিলেন তেমনিই থাকবেন । নিজের পজিশন শক্ত হলে সবই করতে পারবেন । আগে নিজে সমাজে জায়গা করে নেন পরে আত্তীয়স্বজন .
সব সময় চিন্তা করতে হবে ৫ বছর পরে কি করবেন বা কি করতে চান । সেই অনুসারে বাস্তব প্লান করতে হবে .
মনে রাখতে হবে ফ্রিল্যান্সার হলো পার্টটাইম জব । তাই আপনার মাথায় চিন্তা রাখতে হবে ফুলটাইম কি করবেন .
পারিবারিক আবেগের জায়গাটা বন্ধ করে দিতে হবে কারন আপনার ইনকাম বন্ধ হলে কেউ পাশে এসে বলবে না চালিয়ে যায় চিন্তা করো না ।
জীবনে সব কিছুই সম্ভব যদি আপনার জীবন সঙ্গী আপনার মনের মত হয় । চাকচিক্যে নয় তার গুনাবলীর যে আপনার কাজকে সম্মান করবে যে আপনার পরিস্থিতিকে সামলে দিতে পারবে যে আপনার বিপদে আপদে পাশেই থাকবে তাহলে আপনি যাই করেন বা ১ টাকা ইনকাম হলেও সুখে থাকতে পারবেন .
সবচেয়ে বড় কথা জীবনকে ধর্মীয় অনুশাসনে মেনে চলা । বিপদে আপদে সুখে দুঃখে সৃস্টিকর্তাকে মনে করা কারন ধর্মীয় অনুশাসনে চললে আপনি আত্মহত্যা করবেন না , আপনার বিবাহিত জীবনও সুন্দর হতো , পারিবারিক জীবনও সুন্দর হতো . কারন আত্মহত্যাই সব সমাধান না আর এটা মহাপাপ .মনে রাখতে হবে জীবনের একটা ভুল সারাজীবনের কান্না আর যে কান্না করতে পারে না সে আত্মহত্যা করে । জীবনের এই ভুলের মধ্যে বড়টাও হতে পারে আপনার বিবাহিত জীবন বা জীবন সঙ্গী বেছে নেবার ভুল ।ফ্রিল্যান্সার শামীম ভাই বা পুলিশে কন্সটেবল ভাই বা চট্টগ্রামের সেই ডাক্তার সবাই একই সমস্যার স্বীকার ..