Digital Logic Gates Brief Description | AND Gate

ডিজিটাল লজিক গেইট কি ?

লজিক গেইট হচ্ছে এক ধরনের বিশেষ ইলেকট্রনিক সুইচ, যা কতগুলো নিয়ম(বুলিয়ান এলজেবরা) মেনে কাজ করে থাকে। লজিক গেইটে একাধিক ইনপুট থাকলেও এর একটি মাত্র আউটপুট থাকে এবং ইনপুটগুলোর পরিবর্তন এর মাধ্যমে আউটপুটটিকে নিয়ন্ত্রণ করা হয়।

কম্পিউটারের সকল কাজকর্ম করা হয় বুলিয়ান এ্যালজেবরার গাণিতিক অপারেশনের দ্বারা। এই গাণিতিক অপারেশনগুলােকেই লজিক গেইটের মাধ্যমে উপস্থাপন করা হয়।

আর এই লজিক গেটই মূলত ডিজিটাল সার্কিট এর প্রান।

প্রথম প্রজন্মের কম্পিউটারে এ গেইটগুলাে রিলে (Relay) যন্ত্রের সাহায্যে তৈরি করা হতাে। কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তিতে সব রকম ডিজিটাল গেইট আইসি (ইন্টিগ্রেটেড সার্কিট)হিসেবে তৈরি করা হয়।

ডিজিটাল লজিক গেইট মূলত ডিসক্রিট কম্পোনেন্ট যেমন Resistors, Transistors এবং  Diodes দিয়ে তৈরী করা RTL (resistor-transistor logic) or DTL (diode-transistor logic) সার্কিট ।

লজিক গেইটের প্রকারভেদ (Types of Logic  Gates)

লজিক গেইটগুলাে তৈরি করা হয়েছে গাণিতিক অপারেশনের উপর ভিত্তি করে। দশমিক পদ্ধতিতে যেমন যােগ বিয়ােগ গুণ ভাগ ইত্যাদি গাণিতিক অপারেশন আছে, বুলিয়ান এলজেবরায় তা নেই। বুলিয়ান এ্যালজেবরায় গাণিতিক অপারেশনগুলাে সম্পাদন করা হয় মূলত তিনটি গাণিতিক অপারেশনের দ্বারা। এগুলাে হলাে যােগ, গুণ ও পূরক। এছাড়া অন্য সব গাণিতিক অপারেশন সম্পাদন করা হয় উল্লিখিত তিনটি গাণিতিক অপারেশনের সমন্বয়ে বা মিশ্রণে। যেমন বিয়ােগ করা হয় যােগ ও পূরক ব্যবহার করে। এ কারণে লজিক গেইটকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। যথা – ১. মৌলিক গেইট ও ২. যৌগিক গেইট

মৌলিক গেইট (Basic Logic Gate)

ডিজিটাল লজিক গেইট মূলত তিন প্রকার যথাক্রমে

  1. AND গেইট :
  2. OR গেইট :
  3. NOT গেইট :

যৌগিক গেইটঃ 

এ গেইটগুলাে এক বা একাধিক মৌলিক গেইটের সমন্বয়ে তৈরি হয়। তিনটি মৌলিক গেইটের সমন্বয়ে চারটি যৌগিক গেইট ব্যবহার করা হয়। এগুলাে হলােঃ
১. ন্যান্ড গেইট (NAND Gate): AND গেইটের ও NOT গেইটের সমন্বয়ে তৈরি।
২. নর গেইট (NOR Gate): OR গেইটের ও NOT গেইটের সমন্বয়ে তৈরি।
৩. এক্সঅর গেইট (XOR Gate): AND গেইট, NOT গেইট ও OR গেইটের সমন্বয়ে তৈরি।
৪. এক্সনর গেইট (XNOR Gate): XOR গেইটের সাথে NOT গেইট মিলিয়ে তৈরি হয়।

AND GATE

2 INPUT AND GATE

AND গেইট এর দুই বা ততোধিক ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট থাকবে। মাধ্যমে লজিক্যাল গুন এর কাজ করা হয়।

বাইনারী তে কিভাবে যোগ, বিয়োগ , গুন এবং ভাগ এর কাজ করা হয় তা নিয়ে জানতে এই নোটটি দেখতে পারেন ।

এই গেইটে যদি কোন একটি ইনপুট লো অর্থাৎ শুন্য (1) হয়, তাহলে আউটপুট ও শুন্য (০) হবে ।

যদি সকল ইনপুট হাই অর্থাৎ ওয়ান (1) হয় তবে আউটপুট ও হাই অর্থাৎ ওয়ান (1) হবে ।

2 input AND Gate Truth Table

INPUT -1INPUT-2OUTPUT
ABX = AB
000
010
100
111
AND Gate Truth Table

Timing Diagram

The timing diagram for AND Gate is as shown below-

AND Gate Equivalent Circuit Diagram

সাধারনত এন্ড গেট ডিজাইন করা হয় ডায়োড এবং ট্রানজিস্টর দিয়ে।

AND Gate Diode Circuit Diagram

যখন ডায়োড দিয়ে এন্ড গেট ডিজাইন করা হয় তখন একে ডায়োড এন্ড গেট বলা হয়। নিচে ডায়োড এন্ড গেট এর ছবিটি দেখুনঃ

Working Principle AND Gate Diode Circuit

AND Gate Transistor Circuit Diagram

Working Principle of AND Gate Transistor Circuit

Working with AND Gate IC 7408

Working with AND Gate IC 4081

Check Out OR Gate