Inspiring Text From Facebook
যার পুজি বলতে কিছুই নেই তার হাতেও আছে সময়, আর এটাই সবচেয়ে বড় সম্পদ”
এটাকে কাজে লাগান, সফলতা আসবেই
ইংশাআল্লাহ্
তুমি নিজে না সরতে চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবে না”
– টম ব্রাডলি
সময় = জীবন
“তাই, সময় নষ্ট মানে জীবনের অংশ নষ্ট করা।
সময়কে কাজে লাগাও, জীবনও অর্থপূর্ণ হবে”
তুমি
যা কিছু খরচ করছো, তার মধ্যে সময় সবচেয়ে দামী।
তাই সময়ের মূল্যা দিতে শেখ, সময়
তোমাকে মূল্যায়ন করবে।
তুমি
সময়ের যত্ন নাও
সময়
তোমার যত্ন নেবে।
থাকতে মর্ম বোঝেনা সময়ে
হারিয়ে ডুগরে কাদে স্বরণে
“অতীত নিয়ে সবসময়ে পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ; অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ”
তুমি ডিপ্রশনে আছো কখন বুঝবে জানো??
1/ চারিদিকে অনেক মানুষ থাকার সত্ত্বেও তোমার নিজেকে খুব একলা মনে হবে।
2/ তুমি ভালো আছো কথাটা কাউকে বলার সময় বুকের ভেতর কষ্ট বিঁধবে।
3/ হাসির কথাতেও তুমি জোর করে হেসে উঠবে, মন খুলে হাসতে পারবে না।
4/ সব কাজেই ভীষণ রকমের বেখেয়ালি হয়ে যাবে, নিজেকেই নিজের অচেনা মনে হবে।
5/ তোমার মনের ভেতর সব সময় এক ধরনের অস্থিরতা কাজ করবে।
6/ তোমার খুব চাপা যন্ত্রণার কথাগুলো সব সময় মনে পড়তে থাকে।
7/ তোমার আচরণে প্রতিবার খিটখিটে স্বভাব প্রকাশ পাবে।
8/ কাউকে কিছু বলতেও ইচ্ছে করবে না, কারো কথা শুনতে ও ইচ্ছে করবে না।
9/ নিজের ঘরে চার দেওয়ালের মাঝেই তুমি নিজেকে আবদ্ধ করে রাখবে।
10/ সব আপন মানুষ গুলোর উপর জানা সব অভিমানে, তাদের কাছ থেকে নিজেকে গুটিয়ে আনবে।
11/ মাঝে মাঝে মনে হবে, হাসির মতন তুমি বোধ হয়ে কাঁদতেও ভুলে গিয়েছো।
12/ আবার কখনো কখনো চোখের কোনা বেয়ে জল গাল গড়িয়ে পড়বে, অথচ তুমি টেরই পাবে না।
13/ কারো সাথেই কথা বলতে ইচ্ছে করবে না, বেশির ভাগ সময় চুপ করে শুণ্যে তাকিয়ে থাকবে।
14/ নিজের পরিবারকেও কখনো কখনো অনেক দূরের মনে হবে।
15/ সবার থেকে আড়ালে দূরে কোথাও চলে যাওয়ার প্রবণতা কাজ করবে।
16/ শূন্যতা আর একাকিত্বই নিজের সঙ্গী মনে হবে।
17/ সময় যেতে থাকবে কিন্তু, সব কিছুতেই জীবনের ছন্দ হারিয়ে গেছে মনে হবে।
18/ এতোটুকু কোলাহলও সহ্য হবে না, নীরবতা আর অন্ধকার টাই শুধু নিজের মনে হবে।
19/ নিজেকে অনুভূতিহীন মনে হবে প্রায় সময়, কোনো ব্যাথা বা খুশি তখন তোমার মনকে ছুঁতে পারবে না।
20/ জীবনকে মাঝে মাঝে অসহ্য মনে হয়ে, বেঁচে থাকা টা কঠিন মনে হবে।
ডিপ্রশন একটা মানুষের সব থেকে ভয়ংকর অধ্যায়। এসময়ে প্রতিটা মুহূর্ত যে কতটা যন্ত্রণার সেটা কেবল সেই মানুষটাই জানে।
অনেক কঠিন অসুখেও মানুষ চিকিৎসা পেয়ে সেরে উঠে। কিন্তু ডিপ্রেশন থেকে বের হতে গেলে মানুষের বিশাল যুদ্ধ করতে হয়।
সে যুদ্ধ যত কঠিনই হোক না কেন, তোমার জীবনের মূল্যের কাছে কিছুই না। ধৈয্য ধরো, নিজের সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাও, দেখবে খুব দ্রুত ডিপ্রশন থেকে বের হয়ে যেতে পারবে। ❤️
মনে রাখবে, পৃথিবীতে তোমার জন্য যদি সবচাইতে দামি কিছু থেকে থাকে তবে সেটা তোমার জীবন।
আর জীবন একটাই, একবার চলে গেলে ফিরে পাওয়া যায় না। জীবনটাকে নতুন করে সাজানোর চেষ্টা করো
দেখবে জীবন তোমাকে সুন্দরভাবে বেঁচে থাকা উপহার দিবে নতুন করে ❤️