What is Person and Type of person
What is Person
Sentence বা বাক্যে ব্যবহৃত যে সকল Noun বা Pronoun কে আশ্রয় করে Verb এর কাজ সম্পন্ন করা হয় তাকে Person বা পুরুষ বলে ।
Person যে কোন ব্যক্তি, বস্তু বা প্রাণী হতে পারে।এ বক্তা, শ্রোতা ও অনুপস্থিত ব্যক্তি, বস্তু বা প্রাণী সম্পকে বর্ণনা করতে যার আশ্রয় গ্রহণ করা হয় তাই হলো Person.
অতএব, যে কথা বলে, যার সাথে বলে এবং যার সম্পর্কে বলে তা বুঝাতে যে ভিন্ন ভিন্ন বা ব্যবহৃত হয়, তাকে Person বা বাংলাতে পুরুষ বলে।
Classification of Person বা পুরূষ এর শ্রেণীবিভাগঃ
Person তিন প্রকার। যেমনঃ
- First Person বা উত্তম পুরুষ।
- Second Person বা মধ্যম পুরুষ।
- Third Person বা নাম পুরুষ।
First Person (উত্তম পুরুষ) : Sentence বা বাক্যে আমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে First Person বলে । যেমন : I , We , My , Our , Me , Us ইত্যাদি ।
যে কথা বলে ও নিজেকে বুঝতে গিয়ে যেসব এর ব্যবহার করে, তাকে First Person বা উত্তম পুরুষ বলে। যেমনঃ I am a boy. We are playing cricket.
Second Person বা মধ্যম পুরুষ : বক্তা যার সাথে কথা বলে তাকে এবং তার নামের পরিবর্তে যে ব্যবহার করে, তাকে Second Person বা মধ্যম পুরুষ বলে। যেমনঃ You will do well in the exam.
Sentence বা বাক্যেয় তোমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে Second Person বলে । যেমন : You , Your , Yours ইত্যাদি ।
Third Person বা নাম পুরুষ : অনুপস্থিত কোন ব্যক্তি, বস্ত্ত বা প্রাণী সম্বন্ধে যখন কথা বলা হয় বা ঐ ব্যক্তি, বস্ত্ত বা প্রাণীর পরিবর্তে যেসব ব্যবহৃর করা হয়, তাকে Third Person বা নাম পুরুষ বলে। যেমনঃ She is my elder Sister.
Sentence বা বাক্যেয় আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলো ছাড়া অবশিষ্ট সবগুলোকে Third Person বলে । যেমন : He , She . Karim . Ibrahim , Water Book ইত্যাদি ।
মোটকথা হল : যে কথা বলে সে First Person , যার সাথে বা যাকে সম্বোধন করে কথা বলে তা Second Person এবং যার সম্বন্ধে বলে তাকে Third Person বলে ।
আমি, আমার, আমাকে, আমরা, আমাদের, আমাদেরকে First Person .
তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদেরকে. তোমাদের Second Person . এবং অবশিষ্ট সবই হলো Third Person . যেমন : সে, করিম, তাহারা, বই, কলম, টেবিল, চেয়ার ইত্যাদি ।
Note : (a) শুধু Noun ও Pronoun-এর Person হয়ে থাকে ,অন্য কোন Part of Speech- এর Person হয় না। যেমনঃ Man, boy, girl, bird, chair, team, crowd, kindness এগুলো সবই Third Person.
(b) তিনটি Person পরপর কর্তা (Nominative) হিসেবে ব্যবহার করতে হলে প্রথমে Second person, তারপর Third person এবং সবশেষে First person বসে। যেমনঃ You, he and I are brother.
Case ভেদে Person -এর রূপের পরিবর্তন ঘটে। নিচে ছকের সাহায্য দেখানো হলো :
First person ( Masculine/ Feminine)
Case | Singular | Plural |
Nominative | I – আমি | We – আমরা |
Objective | Me – আমাকে | Us – আমাদেরকে |
Possessive | My,Mine – আমার | Our, Ours – আমাদের |
Second person ( Masculine/ Feminine)
Case | Singular | Plural |
Nominative | You – তুমি , Thou – তুই | You – তোমারা |
Objective | You – তোমাকে, Thee -তোকে | You -তোমাদেরকে |
Possessive | Your -তোমার , Thy,Thine – তোর | Your – তোমাদের |
Third person ( Masculine )
Case | Singular | Plural |
Nominative | He – সে (পুং) | They- তারা |
Objective | Him – তাকে (পুং) | Them – তাদেরকে |
Possessive | His – তার (পুং) | Their,Theirs – তাদের |
Third person ( Feminine)
Case | Singular | Plural |
Nominative | She -সে (স্ত্রী) | They – তারা |
Objective | Her – তাকে (স্ত্রী) | Them – তাদেরকে |
Possessive | Her – তার (স্ত্রী) | Their, Theirs – তাদের |
Third person ( Neuter Gender)
Case | Singular | Plural |
Nominative | It – ইহা | They -সেগুলো |
Objective | It – ইহাকে | Them -সেগুলোকে |
Possessive | Its – ইহার | Theirs -সেগুলোর |