টিস্যু দিয়ে বীজ জার্মিনেশনের পদ্ধতি

টিস্যু দিয়ে বীজ জার্মিনেশনের পদ্ধতিঃ
★উপকরন:
১. হাইড্রজেন পার অক্সাইড (১২.৫% সলিউশন টা এক্ষেত্রে বেস্ট হবে,এটার জার্মিনেশন রেট ভালো)
২. ৫০০ মিলি পানির বোতল
৩. টিস্যু পেপার
৪. ছোট ল্যাম্প
৫. এয়ার টাইট ট্রান্সপারেন্ট বক্স
৬. টব
৭. ঝুরঝুরে মাটি
★জার্মিনেশন পদ্ধতি:
১.প্রথমে একটি এয়ার টাইট বক্সে টিস্যু সমান ভাবে বিছিয়ে নিতে হবে।
২. ৫০০ মিলি পানির বোতলে ১০ মিলি হাইড্রজেন পার অক্সাইড ভালো করে মিশিয়ে নিতে হবে।
৩. এরপর সেই পানি বক্সের টিস্যুতে আলতো ভাবে স্প্রে করুন যাতে শুধু টিস্যু ভিজে। মনে রাখবেন বক্সে পরিমানে বেশি পানি জমে থাকলে বীজ পচে যাবে।
৪. এরপর ভেজা টিস্যুর উপরে আপনার কাঙ্খিত বীজ( ফুল/ ফল/সবজি) রাখুন।
৫. বীজটিকে টিস্যু পেপার দিয়ে ঢেকে দিতে হবে।
৬. এরপর এয়ার টাইট বক্সের মুখ ভালো করে আটকে দিন যাতে তাতে বাতাস না ঢুকে।
৭. এরপর বক্সটি এমন স্থানে রাখেন যেখানে ২৪ ঘন্টা আলো আসবে প্রচুর। অথবা যাদের আলোর সমস্যা তারা ছোট ল্যাম্প এর নিচে তা রেখে দিতে পারেন।
এভাবে পুরাপুরি ২৪ ঘন্টা রেখে দিতে হবে।
৮. বীজের জার্মিনেশনের পর তা টবে ঝুরঝুরা মাটিতে পুতে দিতে হবে।
৯. প্রতিদিন আস্তে আস্তে অল্প করে পানি দিতে হবে। পানি বেশি দিবেন না এতে শিকড় পচে যাবে।
১০. এরপর থেকে চারা সকালের মিষ্টি রোদে রাখুন।কড়া রোদে রাখলে চারা ৪/৫ দিন পর মারা যাবে।
এধরনের জারমিনেশনের ক্ষেত্রে যা যা জানা জরুরী:
★বার বার অস্থির হয়ে বীজের বক্স খুলবেন না। এতে জার্মিনেশনের বাধা পড়ে। তাই বক্স ট্রান্সপারেন্ট হলে বক্সের বাইরে থেকে দেখতে পারবেন শিকড় বের হলো কি না।
★শিকড় ভালোমতো বের হবার সাথে সাথেই তা মাটিতে পুঁততে হবে অন্যথায় বীজ নষ্ট হয়ে যাবে।
★একটা বড় এয়ার টাইট ট্রান্সপারেন্ট বক্সে আপনি একসাথে অনেক বীজ জার্মিনেশন করতে পারবেন
★ প্রতিবার বীজ ধরার আগে অবশ্যই আপনার হাত অবশ্যই ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিবেন। এতে বীজ সহজে কোন জার্ম দিয়ে আক্রান্ত হবে না।
উপরোক্ত পদ্ধতির মাধ্যমে খুব সহজেই আপনি যেকোনো বীজ জার্মিনেশন করতে পারবেন।