কারেন্ট প্রবাহের দিক এবং ইলেকট্রন প্রবাহের দিক ভিন্ন কেন?

আজ আমরা জানব কারেন্ট প্রবাহের দিক এবং ইলেকট্রন প্রবাহের দিক সম্পর্কে। কেননা এ বিষয়ে আমরা প্রায় দ্বিধাদন্দে পরি যে, কারেন্ট প্রবাহের দিক এবং ইলেকট্রন প্রবাহের দিক ভিন্ন কেন?

তো চলুন শুরু করি, ধরুন, আপনার কাছে দুইটি বালতি আছে, যার একটিতে পানি পূর্ণ এবং অন্যটি পানি শূন্য! এমতাবস্থাই আপনি একটি পাইপ দিয়ে বালতি দুইটিকে সংযুক্ত করে দিলেন। কি ঘটবে??? পানি পূর্ণ বালতি থেকে পাইপের মাধ্যমে পানি শূন্য বালতিতে পানি আসতে থাকবে।

প্রশ্ন হল কতক্ষণ আসবে?
হ্যাঁ, আপনি ঠিকই চিন্তা করেছেন! ততক্ষণ পর্যন্ত পানি আসবে যতক্ষণ না পর্যন্ত দুই বালতির মধ্যে পানির সমতা না আসে।
এবার আসি মূল আলোচনায়, প্রথম যখন চল তড়িৎ আবিষ্কৃত হয়, তখন মনে করা হতো যে ধনাত্বক আধানের প্রবাহের ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় এবং এই ধনাত্মক আধান উচ্চতর বিভব ( পানি পূর্ণ বালতি) থেকে নিম্নতর বিভবের ( পানি শূন্য বালতি) দিকে প্রবাহিত হয়। তাই তড়িৎ প্রবাহের প্রচলিত দিক ধরা হয় উচ্চতর বিভব (+) থেকে নিম্নতর বিভবের (-) দিকে অথবা তড়িৎ কোষের ধনাত্বক পাত থেকে ঋণাত্বক পাতের দিকে।

কিন্তু আমরা জানি যে, প্রকৃতপক্ষে তড়িৎ প্রবাহ হলো ঋণাত্বক আধান তথা ইলেকট্রনের প্রবাহের জন্য হয়ে থাকে। ফলে তড়িৎ প্রবাহের প্রকৃত দিক হলো নিম্নতর বিভব থেকে উচ্চতর বিভবের দিকে অর্থাৎ তড়িৎ কোষের ঋণাত্বক পাত থেকে ধনাত্বক পাতের দিকে।

সুতরাং তড়িৎ প্রবাহের প্রকৃত দিক প্রচলিত দিকের বিপরীত। চিত্রে প্রদর্শিত তীর চিহ্ন তড়িৎ প্রবাহের প্রচলিত দিক নির্দেশ করছে।

সংগৃহীত