ABC License পেতে কিকি করনীয় , অভিজ্ঞদের মতামত বা পরামর্শ
এই পোস্টটি আপনাদের প্রশ্ন এবং তার উত্তর নিয়েই হবে । তাই আপনাদের যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট এ জানান। আমরা চেষ্টা করবো অতিসত্বর আপনাদের প্রশ্নের জবাব দিতে এবং অবশ্যই তা লাইসেন্সধারী অভিজ্ঞদের কাছ থেকে ।
ABC License এর নিয়ম , ABC License এর পরিক্ষার সাজেশন্স এবং বিগতে বছর এর প্রশ্ন ও উত্তর জানতে আমাদের পূর্বের করা পোষ্টগুলো দেখে আসতে পারেন নিম্নের লিংক হতেঃ
ABC License of Bangladesh
ABC License Question and Answer
আর্থিং এবং গ্রাউন্ডিং কি
ABC লাইসেন্স কি
সভ্যতার উন্নতির সাথে সাথে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদ্যুৎ একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। সেকারনে বিদ্যুতের সঠিক এবং নিরাপদ উৎপাদন, বিতরণ, সরবরাহ ও ব্যবহার নিশ্চিতের জন্য ১৯১০ সাল প্রণীত ইলেকট্রিসিটি অ্যাক্ট-এর ৩৬ ধারা বলে বৈদ্যুতিক উপদেষ্ঠা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর সৃষ্টি হয়। বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এই দপ্তরটি বৈদ্যুতিক কারিগরি, সুপারভাইজার সনদ ও ঠিকাদারি লাইসেন্স ইস্যু করে যে লাইসেন্সগুলো ABC License হিসেবে পরিচিত। মূলত এই লাইসেন্সগুলো দেয়া হয় A, B এবং C এই তিনটি ক্যাটাগরিতে যার কারনে এদেরকে ABC লাইসেন্স বলা হয়। এখানে-
- A ক্যাটাগরি- হাই রেঞ্জ(440 voltage থেকে high range-এর কাজ)
- B ক্যাটাগরি- মধ্যম রেঞ্জ (220-440 voltage-এর কাজ)
- C ক্যাটাগরি- নিম্ন রেঞ্জ (up to 220 voltage-এর কাজ)
আরেকটু পরিষ্কার করে বললে-
- C ক্যাটাগরিতে আছে বেসিক ইলেকট্রিক কাজ। যেমন- হাউজ ওয়্যারিং।
- B ক্যাটাগরিতে আছে বেসিক ইলেকট্রিক সহ ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলের কাজ। যেমন- মোটর।
- A ক্যাটাগরিতে B এবং C ক্যাটাগরির কাজ সহ ওভারহেড লাইনের কাজ ( সাব স্টেশন, ট্রান্সফর্মার, ম্যাগনেটিক কন্ট্যাক্ট ) ও অন্তর্ভুক্ত।
এক একটি লাইসেন্সের অধীনে চাইলে যে কোন একটি অথবা একসাথে সবগুলো ক্যাটাগরিতে আবেদন করা যায়। তবে C বাদ দিয়ে B বা B বাদ দিয়ে A নেয়া সম্ভব না।
আজকের আলোচনায় আমরা এমন কয়েকজন ABC License অর্জনকারী ব্যক্তিদের পরামর্শ নিবো যারা ইতিমধ্যে এই লাইসেন্স অর্জন করেছেন এবং দেশের গুরুত্বপূর্ন জায়গায় স্বমহিমায় কাজ করে যাচ্ছেন।

নামঃ প্রকৌশলী খায়রুল মোমেন
লাইসেন্স নংঃ
বর্তমান কর্মস্থলঃ স্ক্যাডা অপারেশন ইঞ্জিনিয়ার , ঢাকা ওয়াসা ।

নামঃ আব্দুল মোমেন
লাইসেন্স নংঃ
বর্তমান কর্মস্থলঃ সিফট টীম লীডার (স্ক্যাডা অপারেশন), ঢাকা ওয়াসা ।
শীঘ্রই আপডেট হবে , সাথেই থাকুন