Parallel Circuits
Parallel শব্দের বাংলা অর্থ সমান্তরাল।
একাধিক লোড বা রেজিস্টর প্রতিটিকে বৈদ্যুতিক সোর্সের আড়াআড়িতে/সমান্তরাল ভাবে সংযুক্ত করা হয় যাতে কারেন্ট প্রবাহের একাদিক পথ থাকে, তাকেই Parallel Circuit বলে।
আর ও সহজভাবে বলতে গেলে বলা যায় যে , সে সকল সার্কিটে কারেন্ট প্রবাহের দুই বা ততোদিক পথ থাকে সেই সকল সার্কিটকে Parallel circuit বলে ।

Parallel Circuit এর কিছু বৈশিষ্ট
১. প্যারালাল সার্কিটে আড়াআড়ি ভাবে সংযুক্ত প্রতিটি লোডের ভোল্টেজ, সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজের সমান। অর্থাৎ Vtotal = V1 = V2 = V3 =………….. = Vn অর্থাৎ প্রতিটি লোডে ভোল্টেজ সমান থাকে ।
২. প্যারালাল সার্কিটে সংযুক্ত প্রতিটি লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফল, সার্কিটে প্রবাহিত মোট কারেন্টের সমান। অর্থাৎ Itotal = I1 + I2 + I3 +………….. + In অর্থাৎ এক এক লোডে এক এক মানের কারেন্ট (amp) থাকে ।
২. প্যারালাল সার্কিটে সংযুক্ত প্রতিটি রেজিস্ট্যান্সের মান উল্টাইয়া যোগ করলে যোগফল সমতুল্য রেজিস্ট্যান্সের উল্টানো মানের সমান। অর্থাৎ 1 / Rtotal = 1 / R1 + 1 / R2 + 1 / R3 +…………..+ 1 / Rn
One Reply to “Parallel Circuits”
Comments are closed.