ABC License of Bangladesh

What is ABC License ?

এক কথায় এটি একটি সরকারি ইলেক্ট্রিক্যাল লাইসেন্স। যা আপনাকে সরকারি+ বেসরকারি চাকুরী পেতে সহায়তা করবে ।

এটি মূলত Electrical Supervisor License । একজন Diploma or B.Sc. Engineer চাইলে এই License-এর অধিকারী হতে পারবেন । সাধারণত Diploma Engineer-দের ৫ থেকে ১০ বছরের চাকরির Experience লাগে । আর B.Sc. Engineer -দের মোটামুটি ২ বছরের Experience হলেই হয় । এই License থাকলে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়াররা ইলেক্ট্রিক্যাল রিলেটেড যেকোন কাজ করতে পারবেন । এছাড়া অন্যান্য Department-এর Engineer রা ও কাজ করতে পারবেন । একথায় আপনি Supervisor-এর যেকোন কাজ করতে পারবেন ।

লাইসেন্স এর ক্যাটাগরীঃ

  • A: High Range (440 Voltage থেকে যেকোন high voltage কাজ)
  • B: Medium Range (220 to 440 voltage কাজ)
  • C: Low Range (Up to 220 Voltage)

তবে আপনি চাইলে আলাদা আলাদা ক্যাটাগরীতে আবেদন করতে পারেন । আবার সব ক্যাটাগরীতে চাইলে এক সাথে আবেদন করতে পারেন ।

ABC লাইসেন্স এর সুবিধা গুলো কিকি ?

ABC লাইসেন্স থাকলে আপনি যেকোন ঠিকাদারী ব্যবসা করতে পারবেন (Electrical, Mechanical, Civil, Chemicals) । তাছাড়া নিজে ঠিকাদারী Business করতে না পারলেও আপনি license ভাড়া দিতে পারবেন । যা আপনাকে বিনা পরিশ্রমে কিছুটা আর্থিক সুবিধা এনে দিতে পারে ।

কিভাবে ABC লাইসেন্স পাওয়া যাবে?

বৈদ্যুতিক কারিগরী, সুপারভাইজার সনদ ও ঠিকাদারী লাইসেন্স ইস্যু দপ্তর (website address: http://www.eacei.gov.bd/), এই License প্রদান করে থাকে । বছরে দু’বার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । এই লিঙ্ক গিয়ে ও আপনি বিস্তারিত জেনে নিতে পারেন। 

আবেদন করার যোগ্যতা?

আবেদন ফরম:

এই লিঙ্ক থেকে আবেদন এর ফরমটি ডাউনলোড করে নিন।

কি ধরনের পরীক্ষা দিতে হয়

License পেতে হলে, আপনাকে Viva Exam দিতে হবে । আপনি apply করার ২-৩ মাসের মধ্যে, আপনার ঠিকানায় Viva Admit Card চলে আসবে । নির্দিষ্ট তারিখে, বৈদ্যুতিক কারিগরী, সুপারভাইজার সনদ ও ঠিকাদারী লাইসেন্স ইস্যু দপ্তরে আপনার Viva Exam অনুষ্ঠিত হবে । ঐদিন বা পরের দিন সকালের মধ্যে ওদের office বা website-এ result publish করে দেয়। আপনি কোন Category-এর License পেয়েছেন, তা আপনার নামের পাশে উল্লেখ্য থাকবে ।

Application Fee কত ?

নিম্নোক্ত ছকে বিভিন্ন শ্রেনী অনুসারে আবেদন ফি দেয়া রয়েছে দেখে নিনঃ

পরীক্ষার জন্য কি কি পড়তে হবে ?

নিম্নে আমি একটা List দিয়ে দিলাম । চাইলে আপনি Follow করতে পারেন ।

  1. Electrical House Wiring
  2. Motor
  3. Sub Station
  4. Switch Gear
  5. Circuit Breaker
  6. Earth Tester
  7. Generator
  8. Transformer
  9. Transmission & Distribution -এর Basic Question
  10. Relay
  11. Power Factor Meter
  12. Safety Devices
  13. Electrical Line -এ use হয়, এমন instruments (Megger Meter, Power Factor Meter, Clip-on Meter etc.)
  14. Bangladesh-এর Current Power সম্পর্কে জানতে হবে।

এছাড়া লাইসেন্সধারী অভিজ্ঞ কারো কাছ থেকে পরামর্শ নিতে পারেন ।

এর তিনটা ধাপঃ

০১. বৈদ্যুতিক কারিগরি পারমিট । ( এর জন্য নির্ধারিত কাজের উপর ২ বৎসরের অভিজ্ঞতা কোন ঠিকাধারির অদীনে । অথবা যে কোন প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্সে প্রশিক্ষণ ।

০২. বৈদ্যুতিক সুপারভাইজার সার্টিফিকেট

যোগ্যতাঃ *** বিএসসি ইন ইইই – ১ বৎসর ।

*** বিএসসি(মেকানিক্যাল+কম্পিউটার)- ৩ বৎসর ।

*** বিএসসি(সিভিল+কেমিকাল)- ৫ বৎসর ।

*** ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল – ৩ বৎসর ।

***ডিপ্লোমা (কম্পিউটার+অটোমোবাইল)-৫ বৎসর।

***ডিপ্লোমা (সিভিল+ মেকানিক্যাল)-৭ বৎসর ।

০৩. বৈদ্যুতিক ঠিকাদারি লাইসেন্স

কোন প্রতিষ্ঠানের লাইসেন্স। ( এটা জানার থাকলে ইনবক্স করতে পারেন)

প্রত্যেক ধাপ এর জন্য (ক খ গ)

০১.উচ্চ ভোল্টেজ কাজ করার অনুমতি । ১১kv 33 kv

০২.মধ্যম ভোল্টেজ কাজ করার অনুমতি। ৪৪০v

০৩।নিন্ম ভোল্টেজ কাজ করার অনুমতি। ২২০v

***বৈদ্যুতিক কারিগরি পারমিট পরীক্ষার ফিস***

– ৯০ টাকা

– ২৪০ টাকা + হল ফি -২০০ টাকা

– ৫৪০ টাকা

***সুপারভাইজার পরীক্ষার ফিস***

= ৬০০ টাকা

গ+খ= ১৮০০ টাকা

ক+খ+গ = ৩৬০০ টাকা

লাইসেন্স প্রতি বৎসর নবায়ন করতে হয় ফিস এর মাধমে ।

কি ধরনের প্রশ্ন আসতে পারে ?

গ- লাইসেন্স এর জন্য ২২০ ভোল্ট এর যাবতিয় কাজ .

যেমনঃ হাউস ওয়ারিং এর বিভিন্ন টুলস অ্যান্ড ইকুপমেন্ট এর নাম অ্যান্ড এর কাজ ।

খ – লাইসেন্স এর জন্য ৪৪০ ভোল্ট এর কাজ ।

যেমনঃ স্টার ডেল্টা , রিভাস ফরওয়ার্ড, ডল-স্টাটার, ম্যাগনেটিক কন্ডাক্টর, টাইমার , রিলে, ফেজ-ফেইলার, প্যানেল বোর্ড এবং মোটর সম্পর্কে সকল প্রকার ধারনা থাকতে হবে । ইত্যাদি ।

ক – লাইসেন্স এর জন্য ১১ কেভি এর উপরে এর কাজ ।

যেমনঃ ট্রান্সফরমার, পি.এফ.আই, পোল এর কাজ , আর্থ , সাব স্টেশন, এই সব কাজ + টুলস নাম ইত্যাদি।

বৈদ্যুতিক উপকেন্দ্র চালু করার অনুমোদনের ফরম: বৈদ্যুতিক উপকেন্দ্র চালু করার অনুমোদনের ফরম

বৈদ্যুতিক ঠীকাদারী লাইসেন্স আবেদন ফরম: বৈদ্যুতিক ঠীকাদারী লাইসেন্স আবেদন ফরম

বৈদ্যুতিক সুপারভাইজার সার্টিফিকেট ফরম: বৈদ্যুতিক সুপারভাইজার সার্টিফিকেট ফরম

বৈদ্যুতিক কারিগরী পারমিট ফরম: বৈদ্যুতিক কারিগরী পারমিট ফরম

আরো বিস্তারিত তথ্যের জন্য আপনি নিম্নোক্ত উপায়ে যোগাযোগ করতে পারেন।

২৪, তোপখানা রোড, জ্যোৎস্না কমপে­ক্স,
৫ম ও ৬ষ্ট তলা, ঢাকা-১০০০। বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকঃ ০২-৪৭১১০৪০৬
বিদ্যুৎ লাইসেন্স বোর্ডঃ ০২-৪৭১১০৪০৭
জ্বালানী নিরীক্ষণ সেলঃ ০২-৯৫৬৬৫৬৪
ফ্যাক্সঃ ০২-৯৫৫০৪৮৬