Series Circuits
Series Circuits
Series একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ ক্রম বা ধারাবাহিক।
অনেকগুলো লোড একের পর এক ক্রমান্বয়ে বা চেইন আকারে সংযোগ করে তা বৈদ্যুতিক উৎসের সাথে সংযুক্ত করলে কারেন্ট প্রবাহের যে একটি মাত্র পথ তৈরী হয়, যাকে Series Circuit বলে।
দুই বা ততোধিক রেজিস্টর বা লোড একের পর এক যদি এমন ভাবে যুক্ত করা হয় যাতে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে, তবে তাকে সিরিজ সার্কিট বলে।
নিচের ছবিটি দেখুন আরো ভালভাবে বূঝতে পারবেন

উপরের ছবিতে দেখা যাচ্ছে তিনটি রেজিস্টর যথাক্রমে R1, R2, R3 চেইন আকারে ব্যাটারীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সংযুক্ত আছে ।
সিরিজ সার্কিট এ কারেন্ট সমান থাকে অর্থাৎ প্রত্যেকটা লোডে বা একাধিক লোডে সমান কারেন্ট সরবরাহ হবে।
সিরিজ সার্কিট এ ভোল্টেজ ভাগ হয়ে যাবে অর্থাৎ আগে যে লোডটি থাকবে তা বেশী ভোল্টেজ পাবে। পরের লোড গুলো কম ভোল্টেজ পাবে।
Series Circuit এর বৈশিষ্ট্য
- সিরিজ সার্কিটে কারেন্ট চলার একটি মাত্র পথ থাকে।
- প্রতিটি লোডের মধ্যে দিয়ে একই পরিমান কারেন্ট প্রবাহিত হয়ে থাকে। Itotal = I1 = I2 = I3
- সবগুলো লোডের ভোল্টেজ ড্রপের যোগফল সোর্স ভোল্টেজের সমান। Vtotal = V1 + V2 + V3
- সবগুলো লোডের রেজিস্ট্যান্সের যোগফল মোট রেজিস্ট্যান্সের সমান। Rtotal = R1 + R2 + R3
One Reply to “Series Circuits”
Comments are closed.