Parallel Circuits

Parallel শব্দের বাংলা অর্থ সমান্তরাল।

একাধিক লোড বা রেজিস্টর প্রতিটিকে বৈদ্যুতিক সোর্সের আড়াআড়িতে/সমান্তরাল ভাবে সংযুক্ত করা হয় যাতে কারেন্ট প্রবাহের একাদিক পথ থাকে, তাকেই Parallel Circuit বলে।

আর ও সহজভাবে বলতে গেলে বলা যায় যে , সে সকল সার্কিটে কারেন্ট প্রবাহের দুই বা ততোদিক পথ থাকে সেই সকল সার্কিটকে Parallel circuit বলে

Parallel Circuit Diagram

সিরিজ সার্কিট সম্বন্ধে বিস্তারিত জানতে এখানে দেখুন

Parallel Circuit এর কিছু বৈশিষ্ট

১. প্যারালাল সার্কিটে আড়াআড়ি ভাবে সংযুক্ত প্রতিটি লোডের ভোল্টেজ, সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজের সমান। অর্থাৎ Vtotal = V1 = V2 = V3 =………….. = Vn অর্থাৎ প্রতিটি লোডে ভোল্টেজ সমান থাকে ।

২. প্যারালাল সার্কিটে সংযুক্ত প্রতিটি লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফল, সার্কিটে প্রবাহিত মোট কারেন্টের সমান। অর্থাৎ Itotal = I1 + I2 + I3 +………….. + In অর্থাৎ এক এক লোডে এক এক মানের কারেন্ট (amp) থাকে ।

২. প্যারালাল সার্কিটে সংযুক্ত প্রতিটি রেজিস্ট্যান্সের মান উল্টাইয়া যোগ করলে যোগফল সমতুল্য রেজিস্ট্যান্সের উল্টানো মানের সমান। অর্থাৎ 1 / Rtotal = 1 / R1 + 1 / R2 + 1 / R3 +…………..+ 1 / Rn

One Reply to “Parallel Circuits”

Comments are closed.