What is Person Sentence বা বাক্যে ব্যবহৃত যে সকল Noun বা Pronoun কে আশ্রয় করে Verb এর কাজ সম্পন্ন করা হয় তাকে Person বা পুরুষ বলে । Person যে কোন ব্যক্তি, বস্তু বা প্রাণী হতে পারে।এ বক্তা, শ্রোতা ও অনুপস্থিত ব্যক্তি, বস্তু বা প্রাণী সম্পকে বর্ণনা করতে যার আশ্রয় গ্রহণ করা হয় তাই হলো Person. অতএব, যে কথা বলে, যার সাথে বলে এবং যার সম্পর্কে বলে তা বুঝাতে যে ভিন্ন ভিন্ন বা ব্যবহৃত হয়, তাকে Person বা বাংলাতে পুরুষ বলে।…